মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় আলুর ভালো উৎপাদন হলেও এর সঠিক মূল্য পাচ্ছেন না কৃষকরা। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে উৎপাদন পর্যায়ে ২৮ টাকা দামে বিক্রি করা আলু খুচরা বাজারে গিয়ে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে।
জানা গেছে, প্রতি বছর মুন্সীগঞ্জে প্রায় ৩৫ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়ে থাকে। কৃষকদের উৎপাদন খরচ প্রতিকেজি ১৫-১৬ টাকা হলেও, তারা আলু বিক্রি করছেন ২৮ টাকায়। এরপর হিমাগার, পরিবহন ও অন্যান্য খরচের কারণে সেই আলু হাত বদলে বাজারে এসে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়। খুচরা পর্যায়ে কেজি প্রতি দাম হয়ে যাচ্ছে ৬০ টাকা পর্যন্ত।
কৃষকরা বলছেন, কয়েক বছর লোকসান গোনার পর এবার তারা কিছুটা লাভের মুখ দেখলেও মধ্যস্বত্বভোগীদের কারণে সাধারণ ভোক্তাদের ওপর চাপ বেড়েছে। মুন্সীগঞ্জে এই বছর প্রায় ১০ লাখ টন আলুর উৎপাদন হলেও বাজার সিন্ডিকেটের কারণে আলুর দাম ক্রমাগত বেড়ে চলেছে।
ব্যবসায়ীরা আলুর দাম বৃদ্ধির অজুহাত হিসেবে বন্যার কথা বললেও, অনেকের মতে, এটি মূলত সিন্ডিকেটের কারসাজি।