যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ ১০টি দেশে থাকা বাংলাদেশ দূতাবাসের ৩৮ কর্মকর্তা-কর্মচারীর তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদককে সর্বাত্মক সহায়তা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ব্রিফিংকালে কিছু রাষ্ট্রদূতকে দেশে ফেরত আসার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৌহিদ হোসেন জানান, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে তিনজন অ্যাডমিন ক্যাডারের সাবেক কর্মকর্তাকে ইতিমধ্যেই রিকল করা হয়েছে। এছাড়া, বাকিদের চার সপ্তাহের মধ্যে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
তৌহিদ হোসেন আরও জানান, দুদকের পক্ষ থেকে তথ্য চাওয়ার বিষয়টি তিনি প্রথমবারের মতো সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন। তবে তিনি আশ্বস্ত করেন যে, দুদককে সবধরনের সহায়তা প্রদান করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, অডিট অবজেকশন ও দুর্নীতি এক বিষয় নয়, এবং কোনো অভিযোগের প্রকৃতির ওপর ভিত্তি করে সঠিকভাবে তদন্ত করা হবে।
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলে তিনি পুনরায় দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।