তেহরান, ১ সেপ্টেম্বর: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৈরী আবহাওয়াকে এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন তদন্তকারীরা। গত মে মাসে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যা ইরান এবং আন্তর্জাতিক মহলে শোকের ছায়া ফেলে।
মর্মান্তিক দুর্ঘটনার বিবরণ:
১৯ মে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ আরও কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তা তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন। তাঁরা আজারবাইজান সীমান্তে দুটি দেশের যৌথ উদ্যোগে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করে ফিরে আসছিলেন। পথে, পূর্ব আজারবাইজানের জোলফা এলাকায় দুর্গম পাহাড়ি অঞ্চলে রাইসিকে বহনকারী বেল-২১২ মডেলের হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।
তদন্তকারীদের প্রতিবেদন:
ইরানের সামরিক বাহিনীর সুপ্রিম বোর্ড অব দ্য জেনারেল স্টাফের চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সেই অঞ্চলের বৈরী আবহাওয়াই ছিল হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার প্রধান কারণ। প্রতিবেদনে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।
ইব্রাহিম রাইসি ২০২১ সালে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দেশটির কট্টরপন্থী নেতাদের মধ্যে অন্যতম ছিলেন এবং আয়াতুল্লাহ আলী খামেনির বিশ্বস্ত সহচর হিসেবে পরিচিত ছিলেন। রাইসির এই অকাল মৃত্যু ইরানসহ আন্তর্জাতিক মহলে গভীর শোকের সৃষ্টি করেছে।