সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করা আজকাল অনেকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। তবে আঙুলের ছাপ বা আঙুল দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি প্রকাশ করে ছবি পোস্ট করা সাইবার অপরাধীদের জন্য নতুন সুযোগ তৈরি করছে। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের নয়ডায় এই ধরনের বেশ কিছু প্রতারণার ঘটনা ঘটেছে, যেখানে ভুক্তভোগীদের ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা আঙুলের ছাপযুক্ত ছবি ব্যবহার করে সাইবার অপরাধীরা ব্যাংক অ্যাকাউন্টসহ অন্যান্য অনলাইন অ্যাকাউন্টের দখল নিয়েছে।
নবভারত টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়ডায় এই ধরনের ১০টিরও বেশি প্রতারণার ঘটনা ঘটেছে। সাইবার অপরাধীরা সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা আঙুলের ছাপের ছবি দিয়ে নকল ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে প্রতারণার কাজ করেছে।
সাইবার নিরাপত্তা গবেষকরা সতর্ক করেছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে আঙুলের ছাপসহ সংবেদনশীল তথ্য প্রকাশ করা উচিত নয়। প্রাইভেসি সেটিংস নিয়মিত হালনাগাদ করা, দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু করা এবং বায়োমেট্রিক যাচাইকরণ ব্যবহারে সতর্ক থাকা জরুরি। বিশ্বস্ত প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও আঙুলের ছাপের তথ্য শেয়ার করা থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন তারা।