বেসরকারি এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মো. নজরুল ইসলাম স্বপনকে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। গত শুক্রবার (৩০ আগস্ট) ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের ১৭৪তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে, গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক আদেশে এক্সিম ব্যাংকের পুরোনো পরিচালনা পর্ষদ বাতিল করা হয়।
নতুন পর্ষদে মো. নজরুল ইসলাম স্বপন ছাড়াও আরও কয়েকজন শেয়ারহোল্ডার পরিচালকের দায়িত্বে রয়েছেন। যদিও পর্ষদের মধ্যে তিনজন আগেও ব্যাংকটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মো. নজরুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার তৈরি পোশাক খাতে দীর্ঘ ৪৪ বছরের অভিজ্ঞতা রয়েছে। ২০০০ সাল থেকে তিনি একজন সিআইপির সম্মান লাভ করে আসছেন।