আরব সাগরের উত্তরাংশে সৃষ্ট গভীর নিম্নচাপটি ইতোমধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) সতর্ক করেছে যে, ঘূর্ণিঝড় ‘আসনা’ ২৪ ঘণ্টার মধ্যে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে আছড়ে পড়তে পারে। পাশাপাশি, পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সিন্ধ প্রদেশেও আঘাত হানবে এই ঘূর্ণিঝড়।
শনিবার আইএমডির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি গুজরাটের নালিয়া শহরের পশ্চিম উপকূল থেকে ২৫০ কিলোমিটার, করাচির উপকূল থেকে ১৬০ কিলোমিটার এবং বেলুচিস্তানের পাসনি উপকূল থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। বর্তমানে এটি ঘণ্টায় ১৪ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে।
‘আসনা’র প্রভাবে ইতোমধ্যে গুজরাটের বিভিন্ন জেলায় ভারী বর্ষণ শুরু হয়েছে। সুরাট, পোরবন্দর, মোরবি, এবং কুচ জেলায় অতি বর্ষণের ফলে বন্যার সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
পাকিস্তান আবহাওয়া বিভাগের পূর্বাভাসে সিন্ধের বিভিন্ন জেলায় ব্যাপক বর্ষণ এবং আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। প্রাদেশিক সরকারকে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৮৯১ থেকে ২০২৩ সালের মধ্যে আরব সাগরে মাত্র তিনটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। তবে আগস্ট মাসে ঘূর্ণিঝড়ের সৃষ্টি এক বিরল ঘটনা।