ঢাকা, ২৮ আগস্ট – জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বন্যার্তদের সহায়তায় একটি বিশেষ চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে অনুষ্ঠিতব্য এই কনসার্টে দেশের এগারোটি জনপ্রিয় ব্যান্ডদল বিনা পারিশ্রমিকে গান গাইবে। লাইনআপে থাকছে শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওউনড, আপেক্ষিক, চাঁদের গাড়ি, অ্যাভার্স অব বাংলাদেশ, আর্ট অব হ্যাভেন, শেফার্ড, এ কে রাহুল অ্যান্ড ব্লাক জ্যাং।
কনসার্টটির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন। উপস্থাপনায় থাকবেন সম্প্রতি ভাইরাল হওয়া টকশো উপস্থাপক এবং লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী দিপ্তী চৌধুরী।
আয়োজক সংগঠনের সভাপতি ফয়সাল কবির বলেন, “বর্তমানে আমাদের দেশ একটি ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা গায়ক, আমাদের আয়ের একমাত্র উৎস সঙ্গীত। এই সংকটকালীন মুহূর্তে আমরা যদি কিছু করতে পারি, সেটাও গানের মাধ্যমে। যত দ্রুত সম্ভব বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের মুখ্য উদ্দেশ্য।”
এই কনসার্টের মাধ্যমে সংগৃহীত অর্থ দেশের বন্যাকবলিত মানুষের জন্য ব্যয় করা হবে। সংগঠকদের আশা, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ বন্যার্তদের সহায়তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।