চলতি আগস্ট মাসের প্রথম ২৪ দিনে বৈধ পথে দেশে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার ৬০০ কোটি টাকা। রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। পর্যালোচনায় দেখা গেছে, চলতি আগস্ট মাসের ২৪ আগস্ট পর্যন্ত রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি—১৩৭ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ডলার। আগস্টের প্রথম ২৪ দিনে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: নাজিম মিয়া
হাদী মিডিয়া, খিলক্ষেত, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত।
ই-মেইল: info@sokolerkantho.com