সেমি-ফাইনাল থেকেই বিদায়ের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন নাতসুমি তুনোদা। টারা বাবুলফাথের জয় মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু ‘ফলস অ্যাটাক’ করায় সুইডেনের এই জুডোকাকে শাস্তি দিলেন রেফারি, ‘গোল্ডেন স্কোর’ করে জিতে গেলেন তুনোদা। জাপানের এই জুডোকা পরে ফাইনালেও জিতে অর্জন করলেন সোনার পদক।
প্যারিস অলিম্পিকসের নারী জুডোর ৪৮ কোজ ওজন শ্রেণিতে এমন নাটকীয়তা দেখা গেছে শনিবার। সেমি-ফাইনালে অমন হারের পর রেফারির সিদ্ধান্ত ঠিক বুঝে উঠতে পারছিলেন না বাবুলফাথ। পরে ব্রোঞ্জ জয়ের পর সংবাদ সম্মেলনে তিনি রেফারির সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে চাননি, বরং প্রশংসা করেছেন তুনোদার।
সেমি-ফাইনালে নাটকীয় জয়ের পর ফাইনালে তুনোদা হারিয়ে দেন মঙ্গোলিয়ার বাসানকু বাভুদোর্জকে। ২০২১, ২০২২ ও ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী অলিম্পিকসে প্রথমবার অংশ নিলেন ৩১ বছর বয়সে। আবিভার্বেই পেয়ে গেলেন সর্বোচ্চ সাফল্য। মাস দুয়েক আগে আবু ধাবিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী বাভুদোর্জ অলিম্পিকসে পেলেন রুপা।