ঢাকা, ২২ আগস্ট: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় বুধবার সন্ধ্যায় তল্লাশি চালিয়েছে শিক্ষার্থী ও সেনাবাহিনী। রাজধানীর মোহাম্মদপুর এলাকার শ্যামলী রিং রোড সংলগ্ন টিক্কা পাড়ার হাজী চিনু মিয়া লেনের একটি আটতলা ভবনের দোতলা ও তিনতলায় এ অভিযান পরিচালিত হয়।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, তল্লাশির সময় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীও উপস্থিত ছিলেন। তারা জানান, পুলিশের সাহায্য চেয়েও না পেয়ে তল্লাশি চালাতে বাধ্য হন। বাসাটি তালাবদ্ধ বা সিল করার জন্য পুলিশকে ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।
শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, সন্ধ্যা ৭টার দিকে তল্লাশি শুরু হয়। তারা বাসা থেকে কোনো আগ্নেয়াস্ত্র বা নগদ টাকা-পয়সা পাননি। তবে নানকের বাসা থেকে বিপুল পরিমাণ কাগজপত্র, জমির দলিল এবং চাকরির সুপারিশের প্রমাণাদি উদ্ধার করা হয়েছে। নানক এবং অন্যান্য আওয়ামী লীগ নেতাদের অর্থের লেনদেন সংক্রান্ত তথ্যও তাদের হাতে আসে।
এছাড়া, বাসার ভেতর থেকে মাদ্রাসাশিক্ষার্থীদের কিছু ছবি উদ্ধার করা হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। ভবনের নিরাপত্তাকর্মী আনোয়ার হোসেন জানান, নানক ধানমন্ডির একটি বাসায় থাকতেন এবং মাঝে মাঝে মোহাম্মদপুরের এই অ্যাপার্টমেন্টে আসতেন। তবে, তিনি গত ৫ আগস্টের পর থেকে আর এই বাসায় আসেননি। উল্লেখ্য, গত নির্বাচনের সময় এই ফ্ল্যাটটি মোহাম্মদপুর আওয়ামী লীগের নির্বাচনি ক্যাম্প অফিস হিসেবে ব্যবহৃত হয়েছিল।
এই তল্লাশি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে শিক্ষার্থীদের অবস্থান জারি রাখা হয়।