সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বিতর্কিত মন্তব্যের কারণে নানা সময়ে আলোচনায় থাকতেন। কিন্তু ক্ষমতার পালাবদলের পর তার বিরুদ্ধে বেরিয়ে আসছে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য। সম্প্রতি অভিযোগ উঠেছে যে, বিচারপতি মানিক সরকারি আবাসন বাবদ ১৪ লাখ ১৯ হাজার ২০০ টাকা পরিশোধ করেননি।
তথ্য অনুসারে, তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালে রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়িতে বসবাস করতেন। অবসরের পরও এক বছরের বেশি সময় তিনি ওই বাড়িটি দখলে রেখেছিলেন। গণপূর্ত মন্ত্রণালয়ের বারবার তাগাদা সত্ত্বেও, ২০১৭ সালের মে মাসে তিনি বাড়িটি ছাড়েন। কিন্তু, তখনও বাড়িভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা পরিশোধ করেননি।
আবাসন পরিদপ্তরের হিসাব অনুযায়ী, মেয়াদ শেষে তাকে ছয় মাস থাকার অনুমতি দেওয়া হয়। সে অনুযায়ী, তাকে বাড়িটি ছাড়ার কথা ছিল ২০১৬ সালের এপ্রিলে, কিন্তু তিনি তা ছাড়েন ২০১৭ সালের মে মাসে। সরকারি আবাসন পরিদপ্তরের সাম্প্রতিক হিসাব অনুসারে, শামসুদ্দিন চৌধুরী ওই বাড়িতে অতিরিক্ত সময় থাকায় সরকারের পাওনা দাঁড়িয়েছে ১৪ লাখ টাকা।
এ ব্যাপারে আইনজীবী সাজ্জাদ হোসেন ও রওশন আলী দুর্নীতি দমন কমিশনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। নোটিশে বলা হয়েছে, ৭ দিনের মধ্যে অনুসন্ধান শুরু করতে হবে, অন্যথায় হাইকোর্টে রিট করা হবে।