ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বৃদ্ধির জন্য প্রজ্ঞাপন জারি করতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে, এসব শিক্ষককে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনাও রিটে চাওয়া হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া জনস্বার্থে এই রিট আবেদন দায়ের করেন। রিটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ও মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, এবং অর্থ বিভাগের সচিবকে বিবাদী করা হয়েছে।
রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া জানান, আবেদনটিতে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি, শিক্ষা ব্যবস্থার নিরপেক্ষতা ও মান বজায় রাখতে এমপিওভুক্ত শিক্ষকদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে।
এর আগে, দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া ভাতা পাবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের এক ব্যাখ্যায় বলা হয়েছে, সরকারের এই নতুন সিদ্ধান্ত শিক্ষকদের আর্থিক স্বাচ্ছন্দ্য ও কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
তথ্যসূত্র: আদালত প্রতিবেদক