ডেস্ক রিপোর্ট — সকলের কণ্ঠ
কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ১ কোটি ১৫ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টা ও রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্টে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের ভেতরে বুড়িচং ও আদর্শ সদর উপজেলার পাঁচথুবি এলাকায় টহল চলাকালে মালিকবিহীন অবস্থায় এসব পণ্য উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধার করা হয়েছে—
- ৩২৩ পিস ভারতীয় শাড়ি
- ১৮০ পিস শাল
- ১,৭১৪ পিস মোবাইল ফোনের ডিসপ্লে
সবমিলিয়ে জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকা।
বিজিবি অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বলেন,
“বিজিবি নিয়মিতভাবে সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে অভিযান পরিচালনা করছে। জব্দ করা পণ্যগুলো আইনি প্রক্রিয়া অনুসারে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।”
তিনি আরও জানান, চোরাচালান দমনে সীমান্তজুড়ে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। বিজিবি জানিয়েছে, সীমান্তে অবৈধ পণ্য পাচারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।