ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দলীয় প্রতীক ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “শাপলাই হবে এনসিপির প্রতীক, এই প্রতীক নিয়েই আমরা আগামী জাতীয় নির্বাচনে অংশ নেব।”
শনিবার সকালে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ কথা বলেন।
তিনি বলেন, “জুলাই সনদের কোনো আইনগত ভিত্তি নেই; তাই এতে স্বাক্ষর করা কেবল লোক দেখানো এবং জুলাইয়ের সঙ্গে প্রতারণা।”
তিনি আরও জানান, ঐক্যমত কমিশন যদি আলোচনার জন্য ডাকে, তবে এনসিপি তাতে অংশ নেবে। “নোট অব ডিসেন্ট বা ভিন্নমতের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই,” যোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টি দল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে তিনি জনপ্রশাসনের নিরপেক্ষতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
এদিকে, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, এনসিপির দাবি করা ‘শাপলা’ প্রতীকটি কমিশনের অনুমোদিত তালিকায় নেই। তিনি বলেন,
“এনসিপি যাই দাবি করুক না কেন, কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। শাপলা প্রতীক তাদের বরাদ্দ দেওয়া সম্ভব নয়।”
গতকাল শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওড়পাড়ের সীমান্তবর্তী উত্তর শ্রীপুর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।