ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
চলতি অর্থবছর ২০২৫-২৬ এর প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশের বৈদেশিক লেনদেনে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। এই সময়ে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪৮ কোটি ডলার— যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, রফতানি ও রেমিট্যান্সে ধারাবাহিক প্রবৃদ্ধির কারণে চলতি হিসাবে এই ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। প্রথম দুই মাসে আমদানি বেড়েছে প্রায় ১০ শতাংশ, যার পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৮৮ কোটি ডলারে। একই সময়ে রফতানি আয় ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৯৩ কোটি ডলারে।
এতে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২৯৬ কোটি ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ২৭৫ কোটি ডলার। তবে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী থাকায় সামগ্রিক বৈদেশিক লেনদেনের ভারসাম্য উদ্বৃত্ত অবস্থায় রয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, এ সময়ে মূলধনি পণ্যের আমদানি বেড়েছে ২৪ দশমিক ৫ শতাংশ এবং মধ্যবর্তী পণ্যের আমদানি বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২ শতাংশ।
অর্থনীতিবিদরা বলছেন, সরকার পরিবর্তনের পর অর্থ পাচারের সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। বর্তমানে রিজার্ভ প্রায় ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা আগের তুলনায় ৮ বিলিয়ন ডলার বেশি।
এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনছে এবং আন্তর্জাতিক বাণিজ্যে আস্থা বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।