ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ভারতের ত্রিপুরায় গরুচোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানায়।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের নৃশংস ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের চরম লঙ্ঘন। বাংলাদেশ সরকার এই বর্বর ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে, তারা যেন দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনে। একই সঙ্গে ভবিষ্যতে এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, জাতীয়তা নির্বিশেষে প্রত্যেক মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সীমান্তে দুর্ঘটনাবশত যেই প্রান্তেই কেউ থাকুক না কেন, তাদের জীবন ও মর্যাদা রক্ষায় উভয় দেশের প্রশাসনের কার্যকর ভূমিকা থাকা জরুরি।
এর আগে, গত ১৫ অক্টোবর ভারতের ত্রিপুরা রাজ্যে গরুচোর সন্দেহে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের পণ্ডিত মিয়া, কবিলাসপুর গ্রামের সজল মিয়া এবং আলীনগর গ্রামের জুয়েল মিয়া (৩৫)। তিনজনই পেশায় দিনমজুর ছিলেন বলে জানা গেছে।
বাংলাদেশ সরকার ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য ও মর্মান্তিক’ হিসেবে আখ্যা দিয়েছে এবং ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে বিষয়টি উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।