জুলাই সনদ সংশোধন ও স্বীকৃতির দাবিতে বিক্ষোভ, গাড়িতে আগুন—সহিংসতায় রূপ নিল আন্দোলন
ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
রাজধানীর সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ঘটনাটি ঘটার পরপরই পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চ এলাকা থেকে সরিয়ে দেওয়ার পর আন্দোলনকারীরা সংসদ ভবনের পাশের সড়কে অবস্থান নিয়ে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আশপাশের এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে সকালে সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। তারা মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলো দখল করে বসে পড়েন।
তাদের তিন দফা দাবি হলো—
১️⃣ জুলাই সনদ সংশোধন,
২️⃣ সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা,
৩️⃣ জুলাই সনদে জুলাই যোদ্ধাদের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান।
এমন পরিস্থিতিতে মঞ্চ থেকে বক্তব্য দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন,
“জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই সবাইকে অনুরোধ করছি, অনুষ্ঠান এলাকা থেকে শান্তিপূর্ণভাবে সরে যেতে।”
তবে বিক্ষোভকারীরা তার আহ্বান উপেক্ষা করে মঞ্চের সামনে অবস্থান বজায় রাখেন, যা পরবর্তীতে সংঘর্ষের দিকে গড়ায়।
উল্লেখ্য, শুক্রবারই জুলাই সনদে স্বাক্ষর করার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের।
তবে এই সনদে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চারটি বাম দল।
ঘটনার পর সংসদ ভবন এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।