ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধে সম্মতি জানিয়েছেন। ট্রাম্পের দাবি, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ক্রেমলিনের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী ধাপে চীনকেও একই পথে আনতে কাজ শুরু করবে যুক্তরাষ্ট্র। খবর—বিবিসি।
রাশিয়ার তেলের অন্যতম প্রধান ক্রেতা দেশ হলো ভারত, চীন ও তুরস্ক। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে নয়াদিল্লিকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে আহ্বান জানিয়ে আসছে। এমনকি ট্রাম্প প্রশাসন ভারতীয় আমদানি পণ্যে শুল্ক আরোপের মাধ্যমেও চাপ বাড়িয়েছে।
বুধবার (স্থানীয় সময়) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,
“খুব অল্প সময়ের মধ্যেই ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। এখন আমাকে চীনকেও একই পথে বাধ্য করতে হবে।”
তবে ভারতের প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন কি না, সে বিষয়ে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে, ট্রাম্প প্রশাসন জাপানকেও রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি বন্ধ করতে চাপ দিচ্ছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, তিনি সফররত জাপানি অর্থমন্ত্রী কাটসুনোবু কাতোর সঙ্গে বৈঠকে এই প্রত্যাশার কথা তুলে ধরেছেন।
ট্রাম্প বলেন, ভারত তাৎক্ষণিকভাবে তেল কেনা বন্ধ করতে পারবে না—এটি একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া, তবে তিনি বিশ্বাস করেন, খুব দ্রুতই এটি বাস্তবায়ন হবে।
বর্তমানে রাশিয়া ভারতের প্রধান তেল সরবরাহকারী দেশ। গত সেপ্টেম্বরে নয়াদিল্লি প্রতিদিন প্রায় ১৬ লাখ ২০ হাজার ব্যারেল তেল আমদানি করেছে, যা রাশিয়ার মোট তেল রপ্তানির প্রায় এক-তৃতীয়াংশ। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের চাপ সত্ত্বেও মোদি সরকার এতদিন তেল কেনা অব্যাহত রেখেছিল।