ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরও ২৯ জনকে অভিযুক্ত করা হয়েছে।
বুধবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মামলাগুলোর অভিযোগ গ্রহণ করেন। একইসঙ্গে সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
অভিযোগে বলা হয়েছে, ক্ষমতাসীন অবস্থায় আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলীয় নেতা-কর্মী ও সমালোচনাকারীদের র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (TFI) সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (JIC)-এ আটক রেখে ব্যাপক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এসব কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ মামলার আসামিদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ সেনা ও প্রশাসনের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার নামও রয়েছে।
ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, প্রাথমিক প্রমাণ ও সাক্ষ্য-নথি যাচাইয়ের পর আদালত অভিযোগ আমলে নিয়েছে এবং মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করবে শিগগিরই।
বিস্তারিত আসছে…