ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্পেনের বার্সেলোনা শহর। শুক্রবার (৩ অক্টোবর) ফিলিস্তিনপন্থি হাজারো মানুষ শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা হাতে ফিলিস্তিনের পতাকা, পোস্টার ও ব্যানার নিয়ে স্লোগান দেন “ফ্রি প্যালেস্টাইন”, “স্টপ জেনোসাইড ইন গাজা”সহ নানা ইসরায়েলবিরোধী বার্তা তুলে ধরে।
আন্দোলনের সময় ক্ষুব্ধ জনতা স্টারবাকস, বার্গার কিং ও ক্যারেফোরের মতো ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং সেসব প্রতিষ্ঠানের দেয়ালে ইসরায়েলবিরোধী নানা স্লোগান লিখে রাখে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ টিয়ার শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
এছাড়া একই দিনে গাজাগামী মানবিক সহায়তা জাহাজ **“গ্লোবাল সুমুদ ফ্লোটিলা”**কে ইসরায়েলি কর্তৃপক্ষ বাধা দেওয়ার ঘটনায় বার্সেলোনার শিক্ষার্থীরাও রাস্তায় নেমে আসে এবং ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে।
বিশ্লেষকরা বলছেন, ইউরোপজুড়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে জনমত দিন দিন জোরালো হচ্ছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে স্পেনের এই বিক্ষোভেও।