ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
রাজধানীর বাজারে আবারও ইলিশের আকাল দেখা দিয়েছে। সরবরাহ কমে যাওয়ায় কেজিপ্রতি দাম বেড়েছে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, ইলিশের প্রজনন রক্ষায় শুক্রবার (৪ অক্টোবর) রাত ১২টার পর থেকে পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। নিষেধাজ্ঞার আগ মুহূর্তে বাজারে সরবরাহ কমে যাওয়া এবং দুর্গাপূজা উপলক্ষে বাড়তি চাহিদার কারণে ইলিশের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে।
কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানান, ৮০০–৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৫০০ টাকা কম। এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে ৩ হাজার ৫০০ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা। আর ছোট ইলিশের কেজি এখন ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা, যা এক সপ্তাহ আগে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে ইলিশের কেজি ৯০০ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে এবং এ দামে ইলিশ কেনাবেচা চলছে গত দুই সপ্তাহ ধরে।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) সমীক্ষায় দেখা গেছে, জেলেদের হাত থেকে ভোক্তার কাছে পৌঁছাতে ইলিশ মাছ চার থেকে ছয়বার হাতবদল হয়। প্রতিবার হাতবদলের সময় গড়ে ৬০ শতাংশ করে দাম বাড়ে। এছাড়া আড়তদাররা মৌসুমে কম দামে মাছ কিনে হিমাগারে মজুত রেখে পরে চড়া দামে বিক্রি করায় বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে।
সমীক্ষায় বলা হয়, এবারের মৌসুমে নদীর মোহনায় ইলিশের পরিমাণ আগের বছরের তুলনায় দুই-তৃতীয়াংশ কমেছে। একই সঙ্গে গভীর সমুদ্রেও আহরণ কমেছে। ফলে প্রতি কেজি ইলিশ সংগ্রহে জেলেদের গড় খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৮৭ টাকা। এর প্রভাবে গত বছরের তুলনায় এ বছর বাজারে ইলিশের দাম ২০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বেড়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এক সংবাদ সম্মেলনে বলেন, “ইলিশের চড়া দাম নিয়ন্ত্রণ করতে না পারায় আমরা দুঃখিত। প্রাকৃতিক কারণ ও মানবসৃষ্ট নানা প্রভাবে ইলিশের উৎপাদন কমে গেছে।”
তিনি জানান, মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী বিশেষ অভিযান চালানো হবে। এ সময়ে ইলিশ ধরা, পরিবহন, বাজারজাতকরণ ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া দেশের জলসীমায় বিদেশি ট্রলারের অনুপ্রবেশ ঠেকানো হবে বলে জানিয়েছেন তিনি।
গত আগস্টে ১.৫ কেজির বেশি ওজনের ইলিশের কেজি ছিল ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা, যা গত বছর ছিল মাত্র ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা। অর্থাৎ বড় ইলিশের দাম এক বছরে কেজিপ্রতি বেড়েছে প্রায় ১ হাজার টাকা।