ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যাসহ তিনটি মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে এ মামলাগুলো দায়ের করা হয়।
গুইমারায় পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা ভঙ্গ, ভাঙচুর ও দাঙ্গার অভিযোগে মামলা করা হয়েছে। গুইমারা হত্যা মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। আর পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, বর্তমানে উপজেলায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
খাগড়াছড়ি সদর থানায়ও ১৪৪ ধারা ভঙ্গ করে ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাত ৬ থেকে ৭ শত জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আটক শয়ন শীলকে ৬ দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।