ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
গাজামুখী সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়ে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ফরাসি রাজনীতিবিদ রিমা হাসান। তিনি বলেছেন, “স্বাধীনতা অর্জনে শেষ সেকেন্ড পর্যন্ত হার মানব না।”
বুধবার (২ অক্টোবর) এক্স হ্যান্ডলে প্রকাশিত এক পোস্টে তিনি বিশ্বব্যাপী অর্থনীতি অচল করে দেওয়ার আহ্বান জানান এবং ইসরাইলি আগ্রাসন রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাস্তায় নামার ডাক দেন। পোস্টে ফিলিস্তিনের পতাকা হাতে তার একটি ভিডিওও শেয়ার করা হয়।
রিমা হাসান জানান, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের অংশ হিসেবে তাদের জাহাজটি গাজা উপত্যকার কাছাকাছি পৌঁছালে ইসরাইলি বাহিনীর হামলার শিকার হয় এবং পরে তা জব্দ করা হয়। তিনি গাজায় গণহত্যা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান এবং ফ্লোটিলা মিশনকে ব্যর্থ ঘোষণার দাবি জানান।
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের এই নৌবহরে রয়েছে বেসামরিক জাহাজ ও নৌকা। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ নাগরিক অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।