ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
কঙ্গোর সাবেক রাষ্ট্রপতি জোসেফ কাবিলাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। গত শুক্রবার ঘোষিত রায়ে তাকে রাষ্ট্রদ্রোহ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
রায়ে উল্লেখ করা হয়, কাবিলা বিদ্রোহীদের সহযোগিতা করেছেন এবং বিদ্রোহ উসকে দিয়েছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে—
- হত্যা
- যৌন সহিংসতা
- নির্যাতন
- বিদ্রোহে উসকানি
আদালত জানায়, তিনি রুয়ান্ডা ও রুয়ান্ডা-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী এম২৩-এর সঙ্গে হাত মিলিয়েছিলেন। এই গোষ্ঠী চলতি বছরের জানুয়ারিতে কঙ্গোর খনিজ সমৃদ্ধ পূর্বাঞ্চলে হামলা চালিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নেয়।
তবে জোসেফ কাবিলা সব অভিযোগ অস্বীকার করেছেন। আদালতের এই রায়কে তিনি ‘দমননীতির হাতিয়ার’ হিসেবে অভিহিত করেছেন।
কঙ্গোর ইতিহাসে এটি একটি বড় রাজনৈতিক ও বিচারিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক মহল এ রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।