ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
বলিউড সুপারস্টার সালমান খান আবারও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করলেন। সম্প্রতি টুইঙ্কল খান্নার জনপ্রিয় শো ‘টু মাচ’-এর বিশেষ এক পর্বে হাজির হয়ে নানা অজানা অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।
অনুষ্ঠানে টুইঙ্কল খান্না সালমানকে প্রশ্ন করেন— “ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য মিথ্যা বলা কি ঠিক?” প্রথমে খান খানিকটা দ্বিধায় পড়লেও পরে স্পষ্ট জবাব দেন। তিনি বলেন,
> “মিথ্যার ধরনটা গুরুত্বপূর্ণ। ছোটখাটো বিষয়ে মিথ্যা বলা যেতে পারে। তবে কেউ যদি ভয়ঙ্কর কোনো অপরাধ করে, তখন মিথ্যা বলা উচিত নয়।”
তবে কিছুক্ষণ পর নিজের মত পাল্টে দেন সালমান খান। তার ভাষ্য,
> “১০০০% আমি মিথ্যা বলব, আমার প্রিয়জনকে রক্ষা করার জন্য— যাই ঘটুক না কেন।”
সালমানের এ উত্তরে টুইঙ্কল খান্না বিস্ময় প্রকাশ করেন।
প্রেমিকা চলে গেলে কেন কান্নাকাটি করা উচিত নয়— এমন প্রশ্নের জবাবে সালমান খান বলেন,
> “ভাই-বোন, মা-বাবা বা পরিবারের জন্য কাঁদা স্বাভাবিক। কিন্তু প্রেমিকা ছেড়ে চলে গেছে বলে অঝোরে কান্না করা বাড়াবাড়ি ছাড়া কিছু নয়।”
এই আলোচনার সময়েই আবারও নিজেকে ‘ভার্জিন’ বলে দাবি করেন তিনি।
সালমান খান আরও জানান, শৈশব থেকেই তিনি ইচ্ছাকৃতভাবে এমন একটি ভাবমূর্তি গড়ে তুলেছেন যাতে মানুষ তাকে ভয় পায়। টুইঙ্কল মন্তব্য করেন, “সবাই সালমানকে ভয় পায়।” জবাবে সলমন স্বীকার করেন, এই মনোভাবের কারণে জীবনে তাকে অনেক মূল্য দিতে হয়েছে।
বর্তমানে সালমান খান তার আসন্ন বিগ বাজেট ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নতুন সিজনেরও কাজ করছেন।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস