সকলের কন্ঠ অনলাইন | শিক্ষা ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৭ | আপডেট: ১৪:২৮
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার উন্নয়নের জন্য আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার দুপুরে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম এ তথ্য জানান।
মাজহারুল ইসলাম বলেন, “আইটি ও ক্যারিয়ার সেন্টার নামে এসব কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদের গবেষণা, থিসিস প্রস্তুতি, ডেটা অ্যানালাইসিস ও একাডেমিক কাজের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির কেন্দ্র হিসেবে কাজ করবে।”
তিনি জানান, প্রতিটি হলকে স্কিল ও ক্যারিয়ার ডেভেলপমেন্টের সেন্টার হিসেবে গড়ে তুলতে ডাকসুর এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে এবং তারা এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন।
ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক আরও বলেন, আধুনিক শিক্ষা ও গবেষণায় কম্পিউটার এখন অপরিহার্য। তাই প্রতিটি আবাসিক হলে ল্যাব স্থাপিত হলে শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে বসেই অনলাইনভিত্তিক সব সুবিধা সহজে পাবে। এতে তারা গবেষণা, একাডেমিক কাজ, ডেটা অ্যানালাইসিস এবং থিসিস প্রস্তুতির পাশাপাশি প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবে।
মাজহারুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যেই ডাকসু প্রতিটি হলে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করছে। এটি হবে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের একটি হাব।”