ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
জামায়াতে ইসলামীয়ের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের সরকার ক্ষমতায় এলে দাবি আদায়ের জন্য জনগণকে রাস্তায় নামতে হবে না। শনিবার ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, “আমরা বিশ্বাস করি—৫ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করতে পারবো।” তিনি বলেন, সরকারের কাজ হবে দ্রুত ও ফলপ্রসূ উন্নয়ন নিশ্চিত করা।
জামায়াত আমির বলেন, নৈতিক ও বৈজ্ঞানিক শিক্ষা একসঙ্গে জোড়া লাগিয়ে এমন একটি শিক্ষা ব্যবস্থার প্রতিশ্রুতি দেয়া হবে যা শিক্ষার্থীদের কাজের যোগ্য করে তুলবে। তাঁর বক্তব্য, শিক্ষার শেষে প্রতিটি শিক্ষার্থী কাজ পাবে—চাকরিজীবী হোক বা উদ্যোক্তা—কারণ বেকার থাকবে না।
তিনি আরও বলেন, শিক্ষা এমন হবে না যা অনৈতিকতা বা দুর্নীতিকে প্ররোচিত করে। বরং এমন শিক্ষা দেওয়া হবে যা মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে এবং সম্মান শিখায়।
জামায়াতের আমির করেন তিনটি প্রতিশ্রুতি—
- ভাঙাচোড়া শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করা হবে; নৈতিক শিক্ষা নেওয়া হবে।
- কল্যাণ রাষ্ট্রে মর্যাদা ডিগ্রি নয়, কাজের ভিত্তিতে নির্ধারণ করা হবে।
- দুর্নীতির জোয়ার কেটে ফেলা হবে ও সেবা-ভিত্তিক বেতন কাঠামো প্রবর্তন করা হবে—যেখানে সার্ভিসের ডেপ্থ ও ওয়েট অনুযায়ী বেতন নির্ধারিত হবে।
শফিকুর রহমানের এ উদ্যোগ ও ঘোষণাগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে এবং শিক্ষাবৃত্তিতে নানা প্রতিক্রিয়া দেখা যেতে পারে।