ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ঝিনাইদহের শৈলকূপায় সীরাতুন্নবী (সা.) উপলক্ষে নারী শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআন বিতরণে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ২৫ সেপ্টেম্বর মিঞা জিন্নাহ আলম ডিগ্রি কলেজে নারী শিক্ষার্থীরা কুরআন বিতরণের উদ্যোগ নিলে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা বাধা প্রদান করে। এ সময় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল অর্ক জোয়ারদার ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন হাসনাতের নেতৃত্বে ৮-১০ জন কর্মী স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে।
তারা “জিয়ার সৈনিক এক হও, লড়াই করো” এবং “ধর ধর শিবির ধর, ধরে ধরে জবাই কর” ধরনের উসকানিমূলক ও ফ্যাসিবাদী স্লোগান তোলে। এমনকি শিক্ষক-শিক্ষার্থীদের সাথেও অশোভন আচরণ করে বলে অভিযোগ করেছে শিবির।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন,
“কুরআন বিতরণের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। শিক্ষাঙ্গণ সন্ত্রাস কিংবা কারো অধিকার হরণের স্থান নয়। আধিপত্য বিস্তারের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান কাউকে ইজারা দেওয়া হয়নি।”
তারা অভিযোগ করে বলেন, অতীতে ৫ আগস্ট-পূর্ববর্তী সময়ে এ ধরনের উগ্র আচরণ ছাত্রলীগ করত, যা এখন ছাত্রদল অনুসরণ করছে।
বিবৃতিতে ছাত্রশিবির জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে।