গত ১০ দিনে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে প্রায় ৬টি সিনেমার নাম। এই তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছে ‘আয়নাঘর’ নামে সিনেমা বানানোর প্রচেষ্টা। ইতিমধ্যে বদিউল আলম ‘ভয়ংকর আয়নাঘর’, জয় সরকার ‘আয়নাঘর’, এবং জানেসার উসমান ‘অন্ধকারের আয়নাঘর’ নামের সিনেমা নির্মাণের জন্য নিবন্ধন করেছেন।
এছাড়াও এই তালিকায় আছে অভিনয়শিল্পী জাদু আজাদের ‘হারুনের ভাতের হোটেল’। জাদু আজাদ জানিয়েছেন, ‘সিনেমা বানানোতে আমরা কোনোরকম আপস করব না। ছবিটা সেই হবে কিন্তু।’ তবে ছবিতে কারা অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। জাদুর মতে, ‘এখনও সেগুলো ভাবিনি। তবে বেশ কিছু চমক থাকবে এতে।’
প্রসঙ্গত, শেখ হাসিনার সরকারের সময়কালে সাবেক ডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদের ডিবি কার্যালয়ে ভাত খাওয়ানোর ঘটনাটি বেশ আলোচিত ছিল। সেই সময় কার্যালয়ে আসা অতিথি বা আটক ব্যক্তিদের খাওয়ানোর স্থিরচিত্র ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যা নিয়ে হাইকোর্টও অসন্তোষ প্রকাশ করেছিলেন। অনেকেই তখন গোয়েন্দা কার্যালয়কে ‘হারুনের ভাতের হোটেল’ বলেও আখ্যা দিয়েছিলেন।