ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
পাবনা: পাবনার বেড়া পৌর এলাকায় নদীর ঘাট দখল ও নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বৃশালিখা এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় ভাঙচুর চালানোর পর স্থানীয় বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, হুরা সাগর নদীর বৃশালিখা ঘাট দীর্ঘদিন ধরে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ছিল। তবে গত ৫ আগস্টের পর থেকে ঘাটের দখল বজায় রাখতে তারা স্থানীয় বিএনপির একটি অংশকে পাশে নেয়।
পরে বিএনপি নেতা হাসান আলীর নেতৃত্বে দলটির অপর একটি অংশ ঘাটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়। এ নিয়ন্ত্রণের জের ধরেই সোমবার দুপুরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলি শুরু হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।
বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, “চাঁদাবাজি গ্রুপের সঙ্গে নামধারী বিএনপির দ্বন্দ্ব থেকেই এই সংঘর্ষ ঘটেছে। এখন চাঁদাবাজি কারা করছে, সে বিষয়ে আমি মন্তব্য করতে চাই না।”
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, “দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগ উভয় পক্ষই জড়িত। আমরা সেনাবাহিনীসহ ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জানানো হবে।”
এ ঘটনায় এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।