এশিয়া কাপে গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে লঙ্কানদের জয় নিশ্চিত হওয়ার সাথে সাথে সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশও।
প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৬৯ রানের লড়াকু সংগ্রহ গড়ে আফগানিস্তান। জবাবে ৮ বল হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ফলে গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশও পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পেল।