ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
সমন্বয়ক পরিচয় দিয়ে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে ফারিয়া আক্তার তমাসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে এ রায় দেওয়া হয়। বাকি দুই আসামি হলেন—এএইচএম নোমান রেজা ও তানজিল হোসেন।
তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই আব্দুল মালেক খান আসামিদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানান। এসময় আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মো. আতিকুর রহমান খান।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় প্রবেশ করে নিজেদের সমন্বয়ক পরিচয় দেন তিন আসামি। সেখানে দেলোয়ার হোসেন নামে একজনকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা দাবি করেন তারা। পরিবারটি তাৎক্ষণিকভাবে সাড়ে পাঁচ লাখ টাকা জোগাড় করে দিলেও বাকি টাকা শুক্রবার বিকেল ৪টার মধ্যে পরিশোধ করতে চাপ দেন আসামিরা। এসময় পরিবারটিকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
পরে ভুক্তভোগীর পরিবার উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে বিমানবন্দর থানার সামনে থেকে নোমান রেজাকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে তানজিল ও তমাকে আটক করা হয়।
উল্লেখ্য, এর আগে বিএনপি নেতা ফজলুর রহমানের সেগুনবাগিচার বাসার সামনে অশ্লীল স্লোগান দেওয়ায় ফারিয়া আক্তার তমা ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।