ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে আবারও উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনতা। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক এবং ঢাকা-বেনাপোল রেলপথ অবরোধ করে বিক্ষোভে নামে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধকারীরা মহাসড়কের উপর টায়ারে আগুন জ্বালিয়ে ও বাঁশের ব্যারিকেড বসিয়ে সড়ক ও রেলপথ সম্পূর্ণ অচল করে দেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ট্রেন চলাচলও ব্যাহত হয়।

স্থানীয়রা জানান, দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চলমান রয়েছে। পুনর্বহালের দাবিতে এটি তৃতীয় দফার কর্মসূচি, যা টানা পঞ্চম দিনের মতো পালন করা হচ্ছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ চত্বরে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন স্থানীয় রাজনৈতিক নেতারা। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে এ অবরোধ কর্মসূচি আহ্বান করা হয়।
আন্দোলনকারীরা দাবি করেন, আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে আলাদা করে ফরিদপুর-২ আসনে যুক্ত করা স্থানীয় জনগণের মতের বিরুদ্ধে এবং উন্নয়ন বঞ্চনার শামিল। তাই এ সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা সড়ক ও রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি চালিয়ে যাবেন।