ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:৪৫
শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের আয়োজিত মাসিক ভোজে হঠাৎ উপস্থিত হয়ে বিতর্কের জন্ম দিয়েছেন আওয়ামী লীগের নিষিদ্ধ সহযোগী সংগঠন যুবলীগের এক নেতা। শুক্রবার থানার ডাইনিং রুমে আয়োজিত এ ভোজকে ঘিরে স্থানীয় মহলে তীব্র সমালোচনার ঝড় বইছে।
পুলিশের মাসিক এই আয়োজনে সাধারণত থানা কর্মকর্তা-কর্মচারী এবং প্রশাসনের কয়েকজন প্রতিনিধি থাকেন। তবে এবারে দেখা যায় নাওডোবা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আলমগীর হোসেন সরদার এবং নাওডোবা ইউনিয়ন যুবলীগ সভাপতি মোক্তার ব্যাপারীকে। নিষিদ্ধ সংগঠনের নেতার উপস্থিতি নিয়েই মূলত প্রশ্ন উঠছে।
এ প্রসঙ্গে হাজী আলমগীর হোসেন সরদার বলেন,
“ওসি তো জানেন মোক্তার ব্যাপারী যুবলীগ নেতা। তারপরও কেন দাওয়াত দেয়া হলো সেটাই প্রশ্ন। আমি ব্যবসায়ী হিসেবে গিয়েছি, আমাকে ওসি ডেকেছিলেন।”
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন,
“আমরা থানা থেকে মাসিক ভোজের আয়োজন করেছিলাম। সেখানে সার্কেল স্যারসহ আমাদের সদস্যরা ছিলেন। আমি ব্যক্তিগতভাবে মোক্তার ব্যাপারীকে চিনতাম না। পরে শুনেছি তিনি উপস্থিত ছিলেন। বিষয়টি আগে জানলে আমি তাকে আসতে দিতাম না।”
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন,
“দুপুরের মাসিক খাওয়ার আয়োজন হয়েছিল পদ্মা থানায়। তবে ইউনিয়ন যুবলীগের নেতা উপস্থিত ছিলেন—এ বিষয়টি আমি জানতাম না। আমি ওসির সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখবো।”