ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শেষ পর্যায়ে রয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ২১টি কেন্দ্রের মধ্যে ১৪টির ভোট গণনা সম্পন্ন হয়েছে। বাকি সাতটি কেন্দ্রের প্রায় ৭৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। এর আগে সম্পন্ন হয় হল সংসদের ভোট গণনা। গণনা শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় সংসদের ভোট দ্রুত শেষ করতে অতিরিক্ত পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, রাতের মধ্যেই পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।
উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দেন।