ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। অভিযুক্তদের বিরুদ্ধে মোসাদকে সহযোগিতা করা এবং ইসরায়েল সরকারের কাছে গোপন ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়েছিল। খবর দিয়েছে বার্তা সংস্থা মেহের।
ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রধান বিচারপতি নাসের আতাবাতি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, দেশজুড়ে বিভিন্ন সংবেদনশীল স্থাপনার ছবি ও ভিডিও সংগ্রহ করে সেগুলো ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের কাছে পাঠানোয় চারজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
এছাড়া তাদের বিরুদ্ধে বিশেষ সিমকার্ড সংগ্রহ, মোসাদ এজেন্টদের জন্য নির্দিষ্ট ফোন ক্রয়, তেহরান, উর্মিয়া, শাহরোউদ ও ইসফাহানসহ বিভিন্ন শহরে বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই চার ব্যক্তি ইরানের সামরিক এলাকা, দুর্গ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য শনাক্তকরণে যুক্ত ছিলেন। বিনিময়ে তারা ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পেয়েছেন।
মোসাদ এজেন্টদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং ইসরায়েল সরকারের গোয়েন্দা সেবায় সহায়তার প্রমাণ উপস্থাপনের পর উর্মিয়ার বিপ্লবী আদালত তাদের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেয়।