সকলের কণ্ঠ ডেস্ক রিপোর্ট
দেশে মানুষের তৈরি দুর্যোগ যেমন আছে, তেমনি প্রাকৃতিক দুর্যোগও ভয়াবহভাবে বেড়ে চলেছে। এই দুই সংকট মোকাবেলায় বাংলাদেশকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার মতে, জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশে অন্তত ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যৌথ আয়োজনে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা “নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স: মিডিয়া রিপোর্টিং” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন বলেন, “জলবায়ু নিয়ে আমরা যত আলোচনা করি, কাজ ততটা করি না। অনেক দেশ এখনো এ খাতে যথেষ্ট অর্থ বরাদ্দ দেয় না। অথচ এটি এতই গুরুত্বপূর্ণ যে সঠিকভাবে মোকাবিলা না করলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। পটুয়াখালী, পাথরঘাটার মতো ঝুঁকিপূর্ণ এলাকাও এখনো যথাযথ গুরুত্ব পায়নি।”
তিনি জানান, বৈশ্বিক দাতা সংস্থার সমন্বয়ে গঠিত ভি-২০ (V-20) জোট থাকলেও সবচেয়ে বড় সমস্যা হলো “সিরিয়াসনেস বা আন্তরিকতার অভাব”।
অর্থ উপদেষ্টা আরও বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় বিজ্ঞানী, নীতিনির্ধারক, প্রতিষ্ঠান, অর্থায়নকারী সংস্থা ও জনগণ—এই পাঁচ পক্ষের ঐক্য প্রয়োজন। তার ভাষায়, “জনগণকে সবার আগে এগিয়ে আসতে হবে।”
তিনি বলেন, “আমাদের এখন ৩০ বিলিয়ন ডলার দরকার। অথচ মাত্র এক বিলিয়ন ডলার আনতেও আইএমএফ থেকে ভীষণ কষ্ট হয়।”
এসময় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু বেড়ে চলেছে। তিনি বলেন, “এরশাদের পতনের পেছনেও জলবায়ু পরিবর্তনের ভূমিকা ছিল। সিলেটে পানির বৃদ্ধি, মাতৃমৃত্যু কিংবা অন্যান্য সমস্যা—সবকিছুতেই জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে। কিন্তু আমরা আন্তর্জাতিক অঙ্গনে সঠিকভাবে এসব গল্প তুলে ধরতে পারছি না বলেই প্রয়োজনীয় সহায়তা পাই না।”
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, “প্রাকৃতিক দুর্যোগ এত ভয়াবহ হয়ে ওঠে যে একটি জনপদ পুরোপুরি ধ্বংসের পথে যায়। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থায়ন পেতে হলে আমাদের কাছে শক্ত প্রমাণ ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত থাকতে হবে। এজন্য সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত জরুরি।”
তিনি আরও জানান, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ এখন নেতৃত্বের অবস্থানে রয়েছে এবং সঠিক প্রস্তুতি থাকলে এই অভিঘাত সামাল দেওয়া সম্ভব।
পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, “এই শতাব্দীর সবচেয়ে বড় বিপদ হলো জলবায়ু পরিবর্তন। এর বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে হবে, আর সেই দায়িত্ব সবচেয়ে বেশি সাংবাদিকদের।” তার মতে, বিশ্বজুড়েই এখনো জলবায়ু অ্যাক্টিভিজমের ঘাটতি রয়েছে।