ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ফোন করে ডাকসু নির্বাচনে ছাত্রদলের এক প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগে খুলনার পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনকে বহিষ্কার করেছে সংগঠনটি।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ছাত্রদলের কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোনো সাংগঠনিক নির্দেশনা ছাড়াই ডাকসু নির্বাচনের ভোটারদের কাছে অযাচিতভাবে ভোট চাওয়ার মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন ইমতিয়াজ আলী সুজন। এছাড়া এটি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অন্তর্ভুক্ত হওয়ায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর বাড়ি গিয়ে তাকে ফোন দেন ইমতিয়াজ আলী সুজন। ফোনে নিজের পরিচয় দিয়ে তিনি ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের কথা তুলে ধরেন। এ সময় তিনি ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিমের নামও উল্লেখ করেন।
ছাত্রদল জানিয়েছে, সংগঠনের অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখতে সুজনকে বহিষ্কার করা হয়েছে।