ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন (২৩) জীবনের নিরাপত্তাহীনতা ও হামলার আশঙ্কার কথা উল্লেখ করে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শামীমের করা ওই জিডির একটি কপি যমুনা টেলিভিশনের হাতে আসে।
জিডিতে নিজের পরিচয় দিয়ে শামীম হোসেন বলেন, তিনি বর্তমানে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। তাঁর মূল নির্বাচনী প্রতিশ্রুতি হলো শিক্ষার্থীদের জন্য একটি স্বাধীন প্ল্যাটফর্ম তৈরি করা, যা প্রচলিত লেজুরবৃত্তিক ছাত্র সংগঠনের বাইরে গিয়ে শিক্ষার্থীদের নিজস্ব কণ্ঠস্বর তুলে ধরবে।
তিনি অভিযোগ করেন, এই ধারণাটি শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলায় কিছু মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। গত ২৮ আগস্ট সকাল প্রায় ১১টার দিকে শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থানকালে অনলাইন ও অফলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম—যেমন ফেসবুক, টুইটারসহ অন্যান্য মাধ্যমে তাঁকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়।
শামীম আরও উল্লেখ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত দেখিয়ে নানা ধরনের ট্যাগিং করা হচ্ছে, যা তাঁর ব্যক্তিগত নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।
শামীম দাবি করেন, এসব পরিস্থিতির কারণে তিনি মানসিকভাবে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে ডাকসু নির্বাচনের আগে ও পরে তাঁর ওপর শারীরিক কিংবা মানসিক আক্রমণ হতে পারে বলে আশঙ্কা করছেন।
তাই সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য তিনি বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি আকারে লিপিবদ্ধ করার আবেদন করেছেন।