ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডু) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে আলী হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়। প্রদত্ত শাস্তি প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি হিসেবে উল্লেখ করা হয়।
একই সঙ্গে ঘটনাটি অধিকতর তদন্তের জন্য যৌন নিপীড়নবিরোধী সেলে প্রেরণ করা হয়েছে।
গত সোমবার (১ সেপ্টেম্বর) তিন বাম সংগঠন সমর্থিত অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলমের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। ওই আদেশের পরপরই আলী হোসেন ফেসবুকে পোস্ট দিয়ে ওই নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেন।
আলী হোসেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। তার ফেসবুক পোস্টে লেখা ছিল, “হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত।”
ঘটনার পর তিনি একটি ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তবে তার পুরোনো ফেসবুক পোস্টে জামায়াতের কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি এবং নিজেকে শিবির সমর্থক হিসেবে পরিচয় দেওয়ার মন্তব্য পাওয়া গেছে। যদিও শিবির দাবি করেছে, আলী হোসেন তাদের সংগঠনের কেউ নন; তিনি ভিন্ন সময়ে ভিন্ন দলের কর্মসূচিতে যোগ দেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন মহল তীব্র নিন্দা জানায় এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত শেষে আলী হোসেনের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।