ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ গায়ানার এক নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক যাত্রীর নাম এম এস কারেন পেতুলা স্টাফেল। সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে তিনি ঢাকায় আসেন।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা কোকেনের ওজন ৮ দশমিক ৫ কেজি, যার বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।
অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাপরিচালকের কাছে গোপন খবর আসে যে দোহা থেকে আসা এক যাত্রী বিপুল পরিমাণ মাদক বহন করছেন। খবর পেয়ে গোয়েন্দা কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। রাত আড়াইটার দিকে উড়োজাহাজটি ঢাকায় অবতরণ করলে কর্মকর্তারা ওই যাত্রীর পরিচয় শনাক্ত করেন।
পরবর্তীতে পেতুলা স্টাফেলের ব্যাগেজ স্ক্যান করলে ভেতরে ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেট খোলার পর কোকেন শনাক্ত হয়।
কোকেনসহ আটক যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।