ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় লুট হয়ে যাওয়া বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি উদ্ধারে বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা জানান, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের সন্ধানদাতাদের জন্য নির্ধারিত হারে পুরস্কার দেওয়া হবে এবং তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। তিনি বলেন—
- পিস্তল ও শর্টগান উদ্ধারকারীর জন্য ৫০ হাজার টাকা
- চায়না রাইফেলের জন্য এক লাখ টাকা
- এসএমজির জন্য এক লাখ ৫০ হাজার টাকা
- এলএমজির জন্য পাঁচ লাখ টাকা
- প্রতি রাউন্ড গুলি উদ্ধারে ৫০০ টাকা
তিনি আরও বলেন, “তথ্যদাতাদের সুরক্ষা নিশ্চিত করা হবে এবং এ ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হবে।”
আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ প্রসঙ্গেও বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আগে পুলিশ, আনসার, বিজিবি ইত্যাদি বাহিনীতে নিয়োগ ও বদলি ছিল দুর্নীতির অন্যতম ক্ষেত্র। তবে বর্তমান সময়ে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ কার্যক্রম চলছে।
“গত এক বছরে কোনো নিয়োগ বাণিজ্যের খবর পাওয়া যায়নি, তাই সাংবাদিকরাও এ নিয়ে রিপোর্ট করতে পারেননি। আমরা চাই ভবিষ্যতেও যেন এ ধারা অব্যাহত থাকে,” যোগ করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নিয়োগ প্রক্রিয়ায় বা অন্য কোনো ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ পেলে অবশ্যই তা রিপোর্ট করতে হবে এবং মন্ত্রণালয়কে জানাতে হবে। তবে তিনি ভুল বা ভুয়া তথ্য দিয়ে কাউকে হয়রানি না করার আহ্বান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান রাস্তা বন্ধ করে চলাচলে বাধা দেওয়ায় তাকে শোকজ করা হবে। এ বিষয়ে তার কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হবে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।