ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
আলাস্কার আঙ্করেজে প্রায় তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে নানা বিষয়ে আলোচনা হলেও ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো সমঝোতা হয়নি। দুই নেতা জানিয়েছেন, কিছু অগ্রগতি হয়েছে বটে, তবে বড় কোনো চুক্তি এখনও হয়নি।
ট্রাম্পের মন্তব্য
যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আজ আমাদের খুব ভালো বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।” তিনি জানান, ইউক্রেন যুদ্ধ অবসানে চুক্তি হতে হলে ইউক্রেনকে রাজি হতে হবে।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পুতিনের মধ্যে শিগগিরই বৈঠক হতে পারে। চাইলে তিনি নিজেও সেখানে উপস্থিত থাকবেন। তার ভাষায়, “এখন দায়িত্ব মূলত জেলেনস্কির। ইউরোপীয় দেশগুলোও এতে কিছুটা ভূমিকা রাখবে। তবে মূল সিদ্ধান্ত ইউক্রেনের।”
তিনি আরও বলেন, “আমি চাই ইউক্রেনে মৃত্যুর মিছিল বন্ধ হোক। অনেকখানি অগ্রগতি হয়েছে, তবে চূড়ান্ত সমঝোতা ছাড়া কোনো চুক্তি সম্ভব নয়।”
অন্যদিকে ভ্লাদিমির পুতিন বলেন, তিনি সংঘাতের অবসান চান, তবে এর আগে সংঘাতের মূল কারণগুলো দূর করতে হবে। তিনি আরও যোগ করেন, “স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধান আনতে হলে সংঘাতের আসল কারণগুলো মেটাতে হবে। ইউক্রেন ও ইউরোপীয় নেতারা যেন এই শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি না করে, সেটাই চাই আমি।”
রুশ প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, এ আলোচনার মধ্য দিয়ে শুধু ইউক্রেন ইস্যু নয়, বরং যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে ব্যবসায়িক ও বাস্তববাদী সম্পর্ক পুনরুদ্ধারের পথও খুলে যেতে পারে।
যদিও দুই নেতা বলেছেন, কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে; তবে কোন বিষয়গুলোতে অগ্রগতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের কোনো প্রশ্নও নেননি তারা।