ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। পরিবর্তে দীর্ঘদিন পর ফিরছে ‘না’ ভোটের বিধান। সোমবার সন্ধ্যায় ‘গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, সংশোধন অধ্যাদেশ ২০২৫’ চূড়ান্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ইভিএম প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসি সানাউল্লাহ আরও জানান, কোনো আসনে একজন প্রার্থী থাকলে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন না; বরং সেখানে ‘না’ ভোট অনুষ্ঠিত হবে। এছাড়া, দুই প্রার্থী সমানসংখ্যক ভোট পেলে লটারির পরিবর্তে পুনঃনির্বাচন হবে।
তিনি বলেন, নির্বাচনে অনিয়ম প্রমাণিত হলে কমিশন চাইলে একটি কেন্দ্র, একাধিক কেন্দ্র বা পুরো আসনের ফলাফল বাতিল করতে পারবে। একই সঙ্গে ভোটের ফলাফল ঘোষণার সময় সাংবাদিকদের উপস্থিত থাকার সুযোগ রাখা হবে।