ডেস্ক রিপোর্ট, সকলের কণ্ঠ
দক্ষিণ ককেশাসের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে অবশেষে স্বাক্ষরিত হলো ঐতিহাসিক শান্তিচুক্তি। শুক্রবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর হয়। শনিবার (৯ আগস্ট) বিবিসি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে কয়েক দশকের সংঘাতের অবসান এবং স্থায়ী মিত্রতার সূচনা হিসেবে বর্ণনা করেছেন।
চুক্তি অনুযায়ী, আর্মেনিয়া ও আজারবাইজান ভবিষ্যতে যেকোনো ধরনের যুদ্ধ চিরতরে বন্ধ রাখার পাশাপাশি ভ্রমণ, বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে করিডোর ও বাণিজ্য ইস্যুতেও পৃথক চুক্তি করেছে দুই দেশ।
দক্ষিণ ককেশাস অঞ্চলের এই দুই দেশের মধ্যে বিরোধের সূচনা ১৯৮০-এর দশকের শেষের দিকে। বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে কয়েক দফা রক্তক্ষয়ী সংঘাত ঘটে। যদিও অঞ্চলটি আজারবাইজানের ভেতরে অবস্থিত, ১৯৯৪ সালের যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী দীর্ঘদিন নিয়ন্ত্রণ করে আসছিল। ২০২৩ সালে আজারবাইজান