ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় চাঁদাবাজি নিয়ে ফেসবুক লাইভ করার কয়েক ঘণ্টার মধ্যেই দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮)। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা মোড়ের মসজিদ মার্কেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তুহিন একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে ঘিরে ধরে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে। তিনি পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
জানা গেছে, ঘটনার কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার বিকেলে চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে অবৈধ চাঁদাবাজির চিত্র তুলে ধরে নিজের ফেসবুক পেজে একটি লাইভ করেন তুহিন। পরে রাত ৮টার দিকে আরেকটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি রাস্তার বেহাল অবস্থার কথা তুলে ধরে লেখেন— ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা।’
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাংবাদিক তুহিনের পেশাগত কর্মকাণ্ডের কারণেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গাজীপুর মহানগরের গুরুত্বপূর্ণ এ এলাকায় প্রকাশ্যে একজন সাংবাদিককে হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
মানবাধিকার ও সাংবাদিক সংগঠনগুলো এ ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি দ্রুত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ ঘটনায় সারাদেশের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিন্দার ঝড় উঠেছে।