ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
৬ আগস্ট ২০২৫, বুধবার
রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই শুল্ক উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হবে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,
> “ভারত ভালো বাণিজ্যিক মিত্র নয়। কারণ তারা আমাদের কাছ থেকে খুব বেশি কিছু কেনে না, অথচ আমাদের দেশে বিপুল পরিমাণে পণ্য রপ্তানি করে। এজন্য আমরা এরইমধ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছি। তবে রাশিয়ার তেল কেনার কারণে আমি মনে করি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই শুল্ক আরও বাড়াতে হবে।”
ট্রাম্প আরও অভিযোগ করেন, ভারত রাশিয়া থেকে কেবল তেল কিনছেই না, বরং সেগুলো আবার খোলা বাজারে বেশি দামে বিক্রি করে লাভবান হচ্ছে—যা যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও ভূরাজনৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে।
ভারতের জবাব: ‘জাতীয় স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে’
যুক্তরাষ্ট্রের এই হুমকির জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,
> “ভারত সব সময় নিজের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এসেছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল রাখতে রাশিয়া থেকে তেল কেনা হয়েছে। এতে বৈশ্বিক সরবরাহে চাপ কমেছে।”
রয়টার্স জানিয়েছে, বিশ্বে তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারত, বর্তমানে তার প্রয়োজনীয় জ্বালানির এক-তৃতীয়াংশেরও বেশি রাশিয়া থেকে আমদানি করছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও মস্কোর কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে দিল্লি।
বিশ্লেষকরা মনে করছেন, এই শুল্কবৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
সূত্র: সিএনবিসি, রয়টার্স, এনডিটিভি