ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
৫ আগস্ট, ২০২৫ | গাজা-ঢাকা সংযুক্ত প্রতিবেদন
গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি এখন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, উপত্যকার প্রতি তিনজনের দুজন দুর্ভিক্ষে ভুগছেন। খাদ্যাভাব, বিশুদ্ধ পানির সংকট এবং টানা বোমা হামলার ফলে প্রতিদিনই বাড়ছে মৃত্যু। সোমবার (৪ আগস্ট) অনাহারে আরও ৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
তীব্র খাদ্য সংকট, ২২ হাজার ট্রাক আটকে রেখেছে ইসরায়েল
জাতিসংঘের বিভিন্ন সংস্থা জানিয়েছে, মিসর ও জর্ডান সীমান্তে আটকে রয়েছে ২২ হাজার ত্রাণবাহী ট্রাক। কিন্তু ইসরায়েল সেগুলো গাজায় প্রবেশ করতে দিচ্ছে না। গত শুক্রবার মাত্র ৭৩টি ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হয়, যা উপত্যকার দৈনিক প্রয়োজনীয় ৬০০ ট্রাকের তুলনায় নগণ্য।
‘খাবার নেই, পানি নেই, ঘুম নেই’: ইউএনআরডব্লিউএর কর্মীদের বেঁচে থাকার লড়াই
আলজাজিরার বরাতে জানা গেছে, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর কর্মীরাও খাবার ছাড়া রাত কাটাচ্ছেন। সংস্থার কর্মী মানার বলেন, “প্রতিদিন আতঙ্ক নিয়ে ঘুম থেকে উঠি। নিরাপদ আশ্রয় নেই, খাবার নেই, বোমা বর্ষণের আতঙ্ক সব সময় লেগেই থাকে।”
শিশুদের অবস্থা সবচেয়ে ভয়াবহ: খাবার না পেয়ে ওজন কমছে, মৃত্যুঝুঁকি বাড়ছে
সেভ দ্য চিলড্রেন এবং আলজাজিরা জানায়, শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
উত্তর গাজার একটি স্কুলে আশ্রয় নেওয়া সামাহ মাতার তার দুই ছেলে ইউসুফ (৬) এবং আমির (৪)-এর পরিস্থিতি তুলে ধরে বলেন, “আমির সেরিব্রাল পালসিতে আক্রান্ত। তার বিশেষ খাবার প্রয়োজন, কিন্তু এখন তা পাওয়ার কোনো উপায় নেই।”
যুদ্ধের আগে ইউসুফের ওজন ছিল ১৪ কেজি, এখন তা কমে ৯ কেজি। আমিরের ওজন ছিল ৯ কেজি, বর্তমানে মাত্র ৬ কেজি। সামাহ বলেন, “চিনি নেই, ময়দা খুব কম পাওয়া যায়, ফর্মুলা বা ডায়াপারও নেই। যুদ্ধের আগে তারা সুস্থ ও হাসিখুশি ছিল, এখন ধ্বংসপ্রায়।”
দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে ১৮০, ৯৩ জনই শিশু
খাদ্যাভাব ও চিকিৎসার অভাবে গত কয়েক সপ্তাহে গাজায় দুর্ভিক্ষে মারা গেছেন ১৮০ জন, যাদের মধ্যে ৯৩ জন শিশু।
প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যু: সোমবারে নিহত ৯৪, আহত ৪৩৯
সোমবার একদিনেই ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৯৪ জন, আহত হয়েছেন ৪৩৯ জন। এর মধ্যে ২৯ জন ক্ষুধার্ত ফিলিস্তিনি গুলিতে মারা যান, যারা ত্রাণ নিতে এসেছিলেন।
সামগ্রিকভাবে, ৭ অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত গাজায় প্রাণ গেছে ৬০,৯৩৩ জনের। আহত হয়েছেন ১,৫০,০২৭ জন।
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জোরালো হচ্ছে
মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডজনখানেক ডেমোক্র্যাট সদস্য ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দাবি করেছেন। ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি রো খান্না এক চিঠিতে এ দাবি জানান, যাতে অনেক গুরুত্বপূর্ণ আইনপ্রণেতা সই করেছেন।