ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ ।।
ঢাকা: রাজধানীর কেএফসি, কস্তুরি রেস্টুরেন্ট ও মা সুইটসে ভেজাল ও নিম্নমানের খাদ্য ব্যবহারের প্রমাণ পাওয়ায় চার প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
আজ সোমবার (৪ আগস্ট) ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত সাহারা বীথি মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলাটি দায়ের করেন ডিএসসিসির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান।
মামলার এজাহারে বলা হয়, ২০২৫ সালের ২৭ ও ২৮ জুলাই কেএফসির পল্টন শাখা থেকে সংগৃহীত তেলের নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা যায়, সেটি ভেজাল ও অস্বাস্থ্যকর। ওই তেল দিয়েই ফ্রায়েড চিকেনসহ নানা খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল।
এছাড়া কস্তুরি রেস্টুরেন্ট বিএসটিআই’র অনুমোদন ছাড়াই তাদের দইয়ে বিএসটিআই লোগো ব্যবহার করে প্রতারণা করছিল। একইভাবে, ‘মা সুইটস’ নামের একটি প্রতিষ্ঠানেও মিষ্টিতে ভেজাল উপাদান ব্যবহারের প্রমাণ মেলে।
গ্রেফতারি পরোয়ানাভুক্ত চার আসামি হলেন:
মো. দবিরুল ইসলাম, মালিক, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড
আতিকুর রহমান, কেএফসির পল্টন শাখার ফ্র্যাঞ্চাইজি মালিক
কাওছার আহমেদ, হোটেল কস্তুরির মালিক
বিশ্বজিৎ চন্দ্র, ‘মা সুইটস’-এর মালিক
নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এই অপরাধের সর্বোচ্চ শাস্তি অর্থদণ্ডসহ কারাদণ্ড হতে পারে।
সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা জানান, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হওয়ায় এই ধরনের ভেজাল ও প্রতারণামূলক কার্যক্রম বরদাস্ত করা হবে না।