ডেস্ক রিপোর্ট | সকলের কণ্ঠ
ঢাকা, ৪ আগস্ট:
বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় নিহত অজ্ঞাত ১১৪ শহীদের মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, আন্দোলনের সময় বিভিন্ন বয়সের নারী ও পুরুষ শহীদ হন, যাদের মধ্যে ১১৪ জন অজ্ঞাত শহীদকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়। ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মরদেহ শনাক্তের লক্ষ্যে কবর থেকে উত্তোলন অপরিহার্য হয়ে পড়েছে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহিদুল ইসলাম মরদেহ উত্তোলনের আবেদনটি দাখিল করেন। আবেদনে আরও বলা হয়, শহীদদের পরিচয় নিশ্চিত করতে পোস্টমর্টেম রিপোর্ট প্রস্তুত, মৃতদেহ থেকে ডিএনএ সংগ্রহ এবং ডিএনএ প্রোফাইলিং প্রয়োজন। শনাক্ত হওয়ার পর শহীদদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিতে হবে।
আদালত আবেদন ও সংযুক্ত নথিপত্র পর্যালোচনা শেষে আবেদনটি মঞ্জুর করেন। পাশাপাশি ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৭৬(২) ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।
আইনজীবী ও মানবাধিকারকর্মীদের মতে, এ সিদ্ধান্ত শহীদদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একইসঙ্গে আন্দোলনের ইতিহাস ও স্মৃতির সুরক্ষায়ও ভূমিকা রাখবে এই উদ্যোগ।
মরদেহ উত্তোলনের নির্ধারিত তারিখ ঘোষিত হবে প্রশাসনের পক্ষ থেকে।
ফরেনসিক টিমের উপস্থিতিতে ডিএনএ সংগ্রহ ও পোস্টমর্টেম সম্পন্ন হবে।
শনাক্তকরণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম শুরু হবে।